শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

জুমআ'র নামাযের বিবরণ

জুমআ'র নামাযের বিবরণ


সপ্তাহের শুক্রবার দিনে যোহরের ওয়াক্তে জুমআর নামায জামাআতে পড়া ফরয । জুমআ'র দিন গোসল করা , পরিষ্কার - পরিচ্ছন্ন কাপড় পরিধান করা , সুগন্ধি জিনিস ব্যবহার করা মোস্তাহাব । জুমআ'র নামায পড়া প্রত্যেক বালেগ , সুস্থ , মুকীম ও স্বাধীন মুসলমান পুরুষের উপর ফরয ।

জুমার নামাজ 


জুমআ'র নামায পড়ার নিয়ম : জুমআ'র নামায ২০ রাকআতের মধ্যে সর্বপ্রথম তাহিয়্যাতুল অযু ও তৎপর দুখুলুল মসজিদ ( সুন্নতে গায়রে মোআক্কাদা ) দুই রাকআত নামায পড়িতে হয় । তাহিয়্যাতুল অযু ও দুখুলুল মসজিদ আদায়ের জন্য জুমআর দিনের কোন বিশেষত্ব নাই । অন্য সময়েও যখনই অযু করিবে বা মসজিদে প্রবেশ করিবে তখনই এই নামায পড়া সুন্নত ।


তাহিয়্যাতুল অযু ও দুখুলুল ‘ মসজিদ দুই দুই রাকআত পড়িবার পর চারি রাকআত কাবলাল জুমআ পড়িতে হইবে , ইহা সুন্নতে মোআক্কাদা । তৎপর দুই রাকআত ফরয নামায জামাআতের সহিত আদায় করিবার পর চারি রাকআত বাদাল জুমআ পড়িতে হইবে । ইহাও সুন্নতে মোআক্কাদা । তৎপর চারি রাকআত আখেরী যোহর পড়ার প্রচলন থাকিলেও বর্তমানে ইহা নিষ্প্রয়োজন । তৎপর দুই রাকআত সুন্নতুল ওয়াক্ত পড়িতে হয় , ইহা সুন্নত ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

ধন্যবাদ, শেয়ার করুন।