শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

রক্তচাপ কি? রক্তচাপের কারণ লক্ষণ ও চিকিৎসা জেনে নিন। (blood pressure)

 রক্তচাপ কি ( blood pressure) কি?

১। রক্তনালির (blood vessel)  উপর রক্ত কর্তৃক প্রযুক্ত চাপকে রক্তচাপ (blood pressure) বলে।

২। প্রতিটি সময় একবার সর্বোচ্চ চাপ (সিস্টোলিক)  এবং৷ সর্বনিম্ন চাপ ডায়াস্টোলিক বলা হয়। 

উচ্চ রক্তচাপ কি


৩। হৃদপিণ্ডের অতিরিক্ত সংকোচন প্রবণতাই রক্তচাপের কারণ।  এটি সাধারণত উর্ধবাহুর ব্রাকিয়াল ধমনিতে মাপা হয়।

৪। রক্তচাপ সব সময় সিস্টোলিক চাপ উপরে এবং ডায়াস্টোলিক চাপ নিচে লিখে প্রকাশ করা হয়।  যেমনঃ ১২০/৮০ একজনে স্বাভাবিক ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়।

ব্লাড প্রেশারের একক মি.মি. পারদ।

উচ্চ রক্তচাপ /হাইপারটেনশন(Hypertension) সম্পর্কে জেনে নিই।

হাইপারটেনশন / উচ্চ রক্তচাপ (Hypertension) হলো একটি রোগ যখন কোন ব্যক্তির রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে উর্ধ্বে থাকে। 

এ রোগের ধরণ__ এটি দু-ধরনের হতে পারে সেগুলো হলো

১। প্রাথমিক  /primary Hypertension:

 যখন হাইপারটেনশন এর কোন নির্দিষ্ট কারণ পাওয়া  যায়না তখন তাকে  প্রাথমিক primary Hypertension হিসেবে ধরা হয়।  প্রায় ৯৫ % ভাগ ক্ষেত্রেই প্রাথমিক হাইপারটেনশন বলে চিহ্নিত করা হয়। 

২। সেকেন্ডারি (secondary) হাইপারটেনশন

 নির্দিষ্ট কারণ  শনাক্ত করা না গেলে  তাকে সেকেন্ডারি secondary হাইপারটেনশন শ্রেণীভুক্ত করা হয়।  নির্দিষ্ট কারণের মাঝে আছে কিডনি রোগ,থাইরয়েড /প্যারাথায়রয়েড গ্রন্থির জটিলতা ইত্যাদি। 

উচ্চ রক্তচাপের চিকিৎসা বা করণীয়ঃ

১) রোগী চেয়ারে পেছনে হেলান দিয়ে বসে, দুই হাত টেবিলের উপর থাকবে। রোগীর হাত এমনভাবে রাখতে হবে হার্টের সমতলে থাকে।  হাফ হাতা অথবা ঢিলেঢালা জামা পরা ভালো।  জামার হাতা ভাজ দিয়ে রাখার সময় যেন টাইট না হয়ে যায়।  এরপর রক্তচাপ মেপে দেখতে হবে যদি বেশি হয় রোগী কে বাতাসের নীচে স্থির অবস্থায় থাকবে এবং এ সময়ের মধ্যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারে ফলোআপে থাকবেন। 










শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য:

ধন্যবাদ, শেয়ার করুন।