বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুরে অতর্কিত হামলায় দুই সহোদরের মৃত্যু

দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ  কুষ্টিয়া দৌলতপুরের সাতারপাড়া গ্রামে গাইন ও পেয়াদা উভয় বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্ব-ন্দ্ব ছিল। পূর্ব শ-ত্রুতার জেরে গাইন গ্রুপের ওপর পূর্ব পরিকল্পিতভাবে পেয়াদা গ্রুপের লোকজন হা-মলা করে। এতে নজরুল ও হামিদ নামের আপন দুই ভাই নি-হত হয়েছেন। আ-হত হয়েছেন কয়েকজন। 

আ-হতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার বিকালে নজরুল ও হামিদ সাতারপাড়া বাজারে চা খাচ্ছিল। এ সময় প্রতিপক্ষ পেয়াদা গোষ্ঠীর ফরিদের ছেলে র‍্যানিস, মৃ-ত হারান বিশ্বাসের ছেলে মনির উদ্দিন মনো, সুমন, মহাবুলের ছেলে ফারুক, রনির ছেলে রাসেল, ওয়াসিম, ইকরামুল ও তাদের লোকজন নজরুল এবং হামিদকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত অবস্থায় আসমত, জামাল ও আকবর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নি-হতের পরিবার সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

ধন্যবাদ, শেয়ার করুন।