দৈনিক মূল্যবোধঃ গত (১৯ অক্টোবর’২৪ খ্রি.) তারিখে জনাব মোঃ মিজানুর রহমান, সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব শেখ আঃ আওয়াল অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়া’র নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ খসরু আলম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স দৌলতপুর থানাধীন তারাগুনিয়া এলাকায়
মাদকদ্রব্য ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন মাদক ব্যবসায়ী ১। মোঃ শ্যামল প্রামানিক @ সোহেল (৩৮), পিতা-মৃত আনছার প্রামানিক, গ্রাম-ইসলামপুর, এ/পি সাং-ফিলিপনগর গোরস্থানপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ৪১ (একচল্লিশ) বোতল ফেন্সিডিল সহ দৌলতপুর থানাধীন কল্যানপুর বাজারস্থ ভেড়ামারা টু প্রাগপুরগামী রাস্তার বাম পাশে জনৈক মতি মেম্বর এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ইং ১৯/১০/২০২৪ খ্রি. রাত্র ২২.৪৫ ঘটিকায় ধৃত করে। এ সংক্রান্তে দৌলতপুর থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ, শেয়ার করুন।