সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

 দৈনিক মূল্যবোধ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি। ৬ অক্টোবর, রবিবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদক



বিজিবি সূত্র জনায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে মহিষকুন্ডি বিজিবি’র বিশেষ টহল টিম সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে বিশেষ অভিযান চালায়।

 প্রায় ৩ ঘণ্টার বিশেষ অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল, ১৩ বোতল ভারতীয় মদ, প্রায় ২৫ কেজি গাঁজা, ৪টি দেশীয় ধারাল অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করে এবং মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। উদ্ধার হওয়া মাদকের সিজার মূল্য ৫ লক্ষ ১৮ হাজার ৪৪০টাকা নির্ধারণ করে সংশ্রিষ্ট দপ্তরে জামা দিয়েছে বিজিবি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

ধন্যবাদ, শেয়ার করুন।