গত শনিবার মরহুম ইয়ার আলী বিশ্বাস ফাউন্ডেশনের সেক্রেটারি ইঞ্জিঃ মোঃ জয়নুল আবেদীন এর সঞ্চালনায় মুসলিম নগর দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে সকাল ১১.০০ টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যো দিয়ে পুরস্কার বিতরণের মধ্যো দিয়ে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুজ্জামান মুকুল সরকার, চেয়ারম্যান ১নং প্রাগপুর ইউনিয়ন পরিষদ,তিনি তার আলোচনায় মরহুম ইয়ার আলী বিশ্বাস ফাউন্ডেশনের কার্যক্রম কে সাধুবাদ জানান এবং এমন উদ্যোগ যেন প্রত্যেক বছর হয় সে আশা ব্যক্ত করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব নজরুল ইসলাম সাবেক জেলা কমান্ডার, মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি, দৌলতপুর, কুষ্টিয়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি জনাব,সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ নিয়ামুল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, সৌজন্য উপহার এবং কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করার আহবান জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
0 coment rios:
ধন্যবাদ, শেয়ার করুন।