বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

ইলিশ প্রজনন মৌসুমে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময়, কারেন্ট জাল জব্দ ও অর্থদন্ড

 আজ মঙ্গলবার  (২৫-১০-২০২৩) তারিখে পদ্মা নদীর ফিলিপনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ও মৎস্য স্বীকারের সময় ২ জনকে আটক করে মোবাইল কোর্ট এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ  বিনষ্ট করা হয়।



উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত সকল প্রকার ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় কিন্তু আইন অমান্য করে মৎস্য স্বীকার করলে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও এ অভিযান চলমান থাকবে বলে জানান। 


 এ অভিযান পরিচালনায় নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভুমি), দৌলতপুর,কুষ্টিয়া এবং ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, দৌলতপুর।

এ সময় জেলেদের মাঝে ইলিশ প্রজনন মৌসুমে মৎস্য স্বীকার করার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করেন মৎস্য কর্মকর্তা। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

ধন্যবাদ, শেয়ার করুন।