নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া মডেল থানা থেকে মুক্তি পেলেন অ্যান্ড্রয়েড অ্যাপভিত্তিক হায় হায় কোম্পানী এমটিএফই' র সিইও রফিক উদ্দীন কালবি। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে কুষ্টিয়ার হাজার হাজার বেকার যুবক এমটিএফই অ্যাপে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন। আবির হোসেন স্বাধীন(২৫) তাদেরই একজন।
![]() |
MTFE টাকার উদ্ধার |
শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯ টায় কুষ্টিয়া শিল্প কলা একাডেমির সামনে রফিক উদ্দীন কালবি কে দাঁড়িয়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন আবির। তাৎক্ষণিক পুলিশ এসে রফিক উদ্দীন কালবি কে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যান। বিশেষ সূত্র জানায়,এমটিএফই'র সিইও রফিক উদ্দীন কালবি কে জিজ্ঞাসাবাদ করেন কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান।
অভিযোগকারী আবির কে কে আদালতে কালবির বিরুদ্ধে মামলা দায়ের করতে পরামর্শ দেন। এরপর কালবি কে ছেড়ে দিলেন।
এ প্রসঙ্গে আবির জানান, ওসি স্যার আমাকে বললেন থানায় এই মামলা হবেনা,কোর্টে মামলা করনে। আগামী রবিবার কালবির বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করব। তিনি আরো বলেন, আমিসহ আমার পরিবারের ২২ জন সদস্য ৩ লাখ ৬০ টাকা এমটিএফই তে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্থ হয়েছি।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের মন্তব্য জানা সম্ভব হয়নি।
0 coment rios:
ধন্যবাদ, শেয়ার করুন।