কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন শেরপুরে বিশ্বাস ফাউন্ডেশন ও হাফিজ স্মৃতি পাঠাগারে নতুন ফুটবল দল গঠন এবং খেলোয়ারদের মাঝে অত্যাধুনিক জার্সি প্রদান করা হয়েছে।
ফুটবল দল |
শনিবার বিকেলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বাস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাক্তার আনোয়ার এইচ বিশ্বাস। সহ-সভাপতি রেজাউল বিশ্বাস, সেক্রেটারি রতন আলী, পাঠাগারের সেক্রেটারি শরিফুল ইসলাম, সমাজকর্মী বাবু খা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম হাফিজুর রহমান হাফিজের একমাত্র কন্যা উম্মে হাবিবা ও ভাই সারোয়ার হোসেন বিশ্বাস, শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান, মাওলানা কামাল হোসেন আব্দুল্লাহ, প্রমূখ।
বিশ্বাস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, পেশাগত সমাজ কর্মী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আনোয়ার এইচ বিশ্বাস বলেন, যুব সমাজ কে মাদক থেকে দূরে সরিয়ে রাখতে এবং মোবাইল বা ডিজিটাল আগ্রাসন মুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নাই। তাছাড়াও ক্রীড়া দেয় সুস্থ দেহ ও মন। মোবাইল বা ডিজিটাল আসক্তি নয় তাদের খেলাধুলায় মনোনিবেশ বাড়ানোর জন্য আজকের এই আয়োজন বলেও তিনি উল্লেখ করে বলেন ।
0 coment rios:
ধন্যবাদ, শেয়ার করুন।