মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 কুষ্টিয়ায় ইবির শিক্ষার্থীবাহী বাসের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের ২৮৮ নং বাসার মৃত নূর উদ্দিনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল যোগে জাহিদুল ইসলাম পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন।



 এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীরা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ইকবাল বলেন ঘাতক বাসটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক হতে মোল্লা তেঘরিয়া মোড় অতিক্রম করে জেলখানা মোড় হতে পিটিআই রোডের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। নিহত  সাইকেল আরোহী পাশের রাস্তা দিয়ে সাইকেলে আসছিল। হঠাৎ কুষ্টিয়া জেলখানা মোড় পৌঁছালেই ঘাতক বাস চালক সাইকেল আরোহীর উপর বাসটি চাপা দেন ঘটনাস্থলেই সাইকেল আরোহী নিহত হন। পাশাপাশি বাস চালক উক্ত বাইসাইকেল টিকে অনেক দূর টেনে হেঁচড়ে নিয়ে যান। এলাকাবাসী ছুটে এসে বাসটিকে আটক করে কিন্তু বাস চালককে আটক করতে পারি নাই।  পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহায়তায় ঘাতক বাসটিকে কুষ্টিয়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুরে অতর্কিত হামলায় দুই সহোদরের মৃত্যু

কুষ্টিয়া দৌলতপুরে অতর্কিত হামলায় দুই সহোদরের মৃত্যু

দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ  কুষ্টিয়া দৌলতপুরের সাতারপাড়া গ্রামে গাইন ও পেয়াদা উভয় বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্ব-ন্দ্ব ছিল। পূর্ব শ-ত্রুতার জেরে গাইন গ্রুপের ওপর পূর্ব পরিকল্পিতভাবে পেয়াদা গ্রুপের লোকজন হা-মলা করে। এতে নজরুল ও হামিদ নামের আপন দুই ভাই নি-হত হয়েছেন। আ-হত হয়েছেন কয়েকজন। 

আ-হতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার বিকালে নজরুল ও হামিদ সাতারপাড়া বাজারে চা খাচ্ছিল। এ সময় প্রতিপক্ষ পেয়াদা গোষ্ঠীর ফরিদের ছেলে র‍্যানিস, মৃ-ত হারান বিশ্বাসের ছেলে মনির উদ্দিন মনো, সুমন, মহাবুলের ছেলে ফারুক, রনির ছেলে রাসেল, ওয়াসিম, ইকরামুল ও তাদের লোকজন নজরুল এবং হামিদকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত অবস্থায় আসমত, জামাল ও আকবর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নি-হতের পরিবার সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া ভেড়ামারায় ২ জন আসামি গ্রেফতার - দৈনিক মূল্যবোধ

কুষ্টিয়া ভেড়ামারায় ২ জন আসামি গ্রেফতার - দৈনিক মূল্যবোধ

 ভেড়ামারা (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলার ০২ (দুই) জন আসামী (চোর) গ্রেফতার

গ্রেফতারকৃত আসামি


 গত ২৪ অক্টোবর’২৪ খ্রি. তারিখে  পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব শেখ শহিদুল ইসলাম অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা কুষ্টিয়া’র 

সার্বিক তত্ত্ববধানে এসআই (নিঃ)/মোঃ শিমরুল হাসান, এএসআই (নিঃ)/সঞ্জয় অন্যান্য ফোর্স এর সহায়তায় ভেড়ামারা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালে ভেড়ামারা থানার মামলা নাম্বার -১, তারিখ ১৫/৮/২০২৪ খ্রি. ধারা-৩৭৯ পেনাল কোড এর আসামি ১। রুমন (৩৫) পিতা-রবিউল ইসলাম, গ্রাম-চর ধামুদিয়া, ২। মোহাম্মদ মামুন (৩১), পিতা-মৃত আজমত আলী, গ্রাম-ষোল দাগ, থানা ও জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে।

দৈনিক মূল্যবোধ - ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারী করলো সরকার

দৈনিক মূল্যবোধ - ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারী করলো সরকার

 দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ গত ৪ অক্টোবর ২০২৪ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে।"




প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।"


গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মাদ ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছেন।


সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত আছে। যার প্রেক্ষিতে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ জন আসামী গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ জন আসামী গ্রেফতার

 

দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ গত ২২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে জনাব মোঃ মিজানুর রহমান, মাননীয় পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার,মিরপুর সার্কেল,(অতিরিক্ত দায়িত্ব ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব শেখ আঃ আউয়াল কবির, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়া’র নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ উত্তম ভট্টাচার্য্য সঙ্গীয় ফোর্স সহ

আটককৃত আসামিরা


 সিআর- ৩২০/২৩ মূলে আসামী ১। মোঃ তুফাজ্জেল, পিতা-মৃত মুক্তার হোসেন, ২। মোঃ ঝড়ু, পিতা-মোঃ সুলতান, ৩। মোঃ ইসলাম, পিতা-মোঃ সুলতান, সর্ব সাং-ধর্মদহ পশ্চিমপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করা হয়। দৌলতপুর থানা এলাকায় অভিযান চলমান আছে।

রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক জিআর ওয়ারেন্টভুক্ত ০১ (এক) জন আসামী গ্রেফতার।

দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক জিআর ওয়ারেন্টভুক্ত ০১ (এক) জন আসামী গ্রেফতার।

দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ গত ২০শে অক্টোবর   জনাব মোঃ মিজানুর রহমান, সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক



 তদারকি ও দিক নির্দেশনায় জনাব শেখ আঃ আউয়াল কবির অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়ার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করা কালে দৌলতপুর জিআর ৪২৯/২১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি ১। মোঃ শিপন মুন্সি (৩৮), পিতা-মোঃ বাদল মুন্সি, সাং-মথুরাপুর বড়বাজার, থানা-দৌলতপুর, জেলা - কুষ্টিয়াকে গ্রেফতার করেন।

দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক  ৪১ (একচল্লিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ (এক) জন আসামী (মাদক ব্যবসায়ী) গ্রেফতার-১

দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক ৪১ (একচল্লিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ (এক) জন আসামী (মাদক ব্যবসায়ী) গ্রেফতার-১

দৈনিক মূল্যবোধঃ গত (১৯ অক্টোবর’২৪ খ্রি.) তারিখে জনাব মোঃ মিজানুর রহমান, সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া  এর  সার্বক্ষণিক  তদারকি ও দিক নির্দেশনায় জনাব শেখ আঃ আওয়াল অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়া’র নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ খসরু আলম সহ সঙ্গীয়  অফিসার-ফোর্স  দৌলতপুর থানাধীন তারাগুনিয়া এলাকায়

দৈনিক মূল্যবোধ নিউজ


 মাদকদ্রব্য ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন মাদক ব্যবসায়ী ১। মোঃ শ্যামল প্রামানিক @ সোহেল (৩৮), পিতা-মৃত আনছার প্রামানিক, গ্রাম-ইসলামপুর, এ/পি সাং-ফিলিপনগর গোরস্থানপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে  ৪১ (একচল্লিশ) বোতল ফেন্সিডিল সহ দৌলতপুর থানাধীন কল্যানপুর বাজারস্থ ভেড়ামারা টু প্রাগপুরগামী রাস্তার বাম পাশে জনৈক মতি মেম্বর এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর  হতে  ইং ১৯/১০/২০২৪ খ্রি. রাত্র ২২.৪৫ ঘটিকায় ধৃত করে। এ সংক্রান্তে দৌলতপুর থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।