রাজধানী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজধানী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে জনপ্রিয় দুই নেতা কামরুজ্জামান সোহেল বিশ্বাস ও আঃ বারেক কে অন্তর্ভুক্তিকরণ ও সংবর্ধনা

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে জনপ্রিয় দুই নেতা কামরুজ্জামান সোহেল বিশ্বাস ও আঃ বারেক কে অন্তর্ভুক্তিকরণ ও সংবর্ধনা

 দৈনিক মূল্যবোধ  নিউজ ডেস্কঃ গত রবিবার দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের নব গঠিত পূর্নাঙ্গ আহবায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে কামরুজ্জামান সোহেল বিশ্বাস ও আঃ বারেক কে মনোনয়ন দেওয়া, কৃষক দলের উপজেলা কমিটিতে স্থান পাওয়ায় প্রাগপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদের কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

কামরুজ্জামান সোহেল বিশ্বাস ও আঃ বারেক 


উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব আসাদুজ্জামান সোনা মেম্বার। উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বপন,উপজেলা সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নিয়ামুল হক বিঃ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব নাজমুল হুদা , উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জনাব সরোয়ার জাহান বেনজির, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাব্বির আহমেদ নিয়ামুল, যুগ্ম আহ্বায়ক প্রাগপুর ইউনিয়ন যুবদল। আরো উপস্থিত ছিলেন  ইউনিয়ন বিএনপি সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


এ সময় বক্তারা আওয়ামী ক্যাডারদের সতর্ক করে বলেন এলাকায় শান্ত ভাবে বসবাস করুন কোন বিশৃঙ্খলা প্রাগপুর ইউনিয়ন বিএনপি মেনে নিবে না শক্ত হাতে প্রসাশনের সহায়তায় দমন করবে।

এছাড়াও বিএনপির স্থানীয় কমিটিতে কোন আওয়ামী লীগ পুনর্বাসন করলে স্থানীয় বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছে।




দেশ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুরে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুরে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত

 দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ  দৌলতপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকেলে উত্তর সাংগঠনিক শাখার উদ্যোগে সভায় প্রধান মেহমান ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

জামাতের কর্মী সভার স্থিরচিত্র


জামায়াতের দৌলতপুর উত্তর সাংগঠনিক শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের শিল্প সাহিত্য সম্পাদক অধ্যাপক ড. নুরুল আমীন জসিম, মিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম ও দৌলতপুর দক্ষিণ সাংগঠনিক শাখার আমীর মোঃ আরোজ উল্লাহ। এ সময় দৌলতপুর দক্ষিণ সাংগঠনিক শাখার সহকারী সেক্রেটারী মোঃ মোস্তাফিজুর রহমান, এনামুল হক সহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বুধবার, ২ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গু'লি করে হত্যা দীর্ঘ সময় পার হলেও আসামি গ্রেফতার হয়নি এখনো..  দৈনিক মূল্যবোধ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গু'লি করে হত্যা দীর্ঘ সময় পার হলেও আসামি গ্রেফতার হয়নি এখনো.. দৈনিক মূল্যবোধ

 দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্ক: গত সোমবার বেলা ১১ টার সময় ফিলিপ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গু'লি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় প্রত্যক্ষদর্শীরা বলেন চেয়ারম্যান কে পেছনের জানালা দিয়ে প্রথমে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য সামনে দিয়ে আবারও এলোপাতাড়ি গুলি করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। চেয়ারম্যান যে কক্ষে বসেছিলেন সেখানেই তার নিথর দেহ পড়ে থাকে।

নিহত চেয়ারম্যানের সহোদর আঃ রাজ্জাক 
পরে চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ ও গুলির শব্দে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনগণ বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এতে বেশ কিছু ঘরবাড়ি আগুনে পুড়ে ভশ্বিভুত হয়। এছাড়াও অনেকে ঘরবাড়ীতে থাকা আসবাবপত্র সহ সব কিছু নিয়ে অন্যত্র সরে যায়। এসময় পুলিশ-সেনাবাহিনি সহ সকল প্রশাসন এসে এলাকায় নিয়ন্ত্রণ নেয়। 

পরের দিন লাশের ময়নাতদন্তের পর সকাল ১০:৩০ মিনিটে ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ প্রাঙ্গণে হাজারো মানুষ ঢল নামে এবং জানাজা সম্পন্ন হয়। এর পূর্বে তার ভাই শিল্পপতি আঃ রাজ্জাক তার ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্ত করে বিচার দাবি করেন। 

বর্তমান এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নাশকতা মামলায় দৌলতপুরে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতা মামলায় দৌলতপুরে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেপ্তার

দৈনিক মূল্যবোধ নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের রাতভর অভিযানে নাশকতা মামলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে  বিএনপির ৮ নেতা কর্মীক গ্রেফতার করা হয়েছে।  তার  মধ্যে পিয়ার পুর ইউনিয়নের ৪ জন।

দৌলতপুর থানা


বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম। তিনি জানান, ২৯/১০/২০২৩ তারিখ রোববার রাতে অভিযান চালিয়ে বিএনপি  নেতা কর্মীদের নামে পূর্বের নাশকতা মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 



গ্রেপ্তার কৃতরা  হলেন, মাজদিয়াড় গ্রামের মৃত ঈমান সরদারের ছেলে কেরামত সরদার, খলিশাকুন্ডি এলাকার মৃত মহাসিন আলীর ছেলে আজগার আলী, ফিলিপ নগরের মনিরুদ্দিনের ছেলে শিহাব, নূর সরকারের ছেলে জাপান সরকার, পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথ পুর গ্রামের এহসান আলীর ছেলে হায়দার আলী, পোড়া ষোলুয়া গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুল ইসলাম, মোফাজ্জল হকের ছেলে মহিরুল ইসলাম ও ফকির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম। 


এবিষয়ে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু বিশেষ সুপারিশ নিয়ে থানায় গেলে পুলিশ তাকে নিরাস করে ফিরিয়ে দেয়। 

এদিকে চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, আমার ইউনিয়ন থেকে নাশকতা মামলায় যাদেরকে ধরে নিয়ে গেছে, তাদের মধ্যে একজন দল করে আরেকজন করে না।


অন্যদিকে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন, আমার ইউনিয়ন থেকে যে চারজন কে নাশকতা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে তারা চারজনই ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র বিভিন্ন পদের নেতা এবং পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির প্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জহুরুল করিম বিশ্বাসের একনিষ্ঠ কর্মী তারা।

শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

জাতীয় গণফ্রন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত -দৈনিক মূল্যবোধ

জাতীয় গণফ্রন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত -দৈনিক মূল্যবোধ

 

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় গণফ্রন্ট, কুষ্টিয়া জেলার উদ্যোগে রাজনৈতিক-সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ অক্টোবর ২০২৩) সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজের হল রুমে জাতীয় গণফ্রন্ট কুষ্টিয়া জেলা সমন্বয়ক কৃষক নেতা সত্য বিশ্বাসের সভাপতিত্বে ও কৃষক নেতা লাল মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত দুই পর্বে বিভক্ত প্রশিক্ষণ কর্মশালাটির প্রথম পর্বের প্রথম অংশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য যথাক্রমে শ্রমিক নেতা মকলেচুর রহমান দুলাল ও কৃষক নেতা নজরুল ইসলাম,পাবনা জেলার নেতা আঃ মান্নান সর্দার সহ কুষ্টিয়া জেলার শ্রমিক কৃষক ছাত্র প্রতিনিধিবর্গ।



প্রথম পর্বের দ্বিতীয় অংশে সংগঠনের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য ও গঠণতন্ত্র-ঘোষনাপত্রের উপর প্রশিক্ষণমুলোক আলোচনা করেন প্রধান আলোচক, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা রজত হুদা। 


কর্মশালার দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর অংশে পর্যালোচনামুলোক বক্তব্য রাখেন শ্রমিকনেতা মকসুদ মনি।

মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

নাসির উদ্দীন মাস্টারের ২য় মৃত্যবার্ষিকী আজ- দৈনিক মূল্যবোধ

নাসির উদ্দীন মাস্টারের ২য় মৃত্যবার্ষিকী আজ- দৈনিক মূল্যবোধ

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য,দৌলতপুর  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,প্রস্তাবিত প্রাগপুর স্থল বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি  ও ইনসাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসির উদ্দীন মাস্টারের ২য় মৃত্যুবার্ষিকী বুধবার (১৮ অক্টোবর)। তিনি ২০২১ সালের ১৮ অক্টোবর ভারতের সেন্ট জনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 



প্রয়াত নাসির উদ্দীন মাস্টার কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৯ সালের ১৫ ই অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে বাগোয়ান কেসিভিএন হাইস্কুল থেকে এস.এস.সি , মেহেরপুর সরকারী কলেজ থেকে এইচ.এস.সি, কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.কম ডিগ্রী লাভ করেন। 


দীর্ঘ ৩২ বছর সুনামের সাথে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের স্বনামধন্য ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত এবং পরে প্যানেল চেয়ারম্যান মনোনীত হন। রাজনীতির পাশাপাশি তিনি ইনসাফ নগর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, রামকৃষ্ণপুর ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। নাটক লেখা ও অভিনয় ছিল তার প্রধান শখ। লেখা  বই সমূহ: (১) কাগজের ফুল (২) ছিন্নশীর (৩) অ্যমবস্যার চোখে আলো (৪) বোবা মানুষ (৫) আমরাও মানুষ । উপন্যাস: (১) বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আমু পাগল (২) বিয়ের শাড়ী। 


নিজের লেখা নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য তিনি দেশরত্ন পদক-২০১৭  ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা স্মৃতি সম্মাননা পদক-২০১৭ সম্মাননা লাভ করেন। ছাত্রাবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬৫ সালে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। ১৯৬৭ সালে পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে বি-কম ভর্তি হন। কলেজ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। ১৯৬৮ সালে পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাড়পত্র নিয়ে  কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে বি-কম ভর্তি হন। ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৯ সালে আগরতলায় ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে মুক্তির জন্য পাক হানাদার বাহিনী কর্তৃক গ্রেপ্তার হন এবং ২৭ দিন কারাবন্দি ছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সংগ্রাম কমিটি হলে তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি মনোনীত হন। মুক্তিযুদ্ধকালীন রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,২০০৩ সাল থেকে ২০২০ পর্যন্ত রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষক রাজনীতিতে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি ছিলেন বে -সরকারী শিক্ষক সমিতির দৌলতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য। তাঁর স্ত্রী একজন গৃহিনী,বড় ছেলে মোঃ মুনজুর কবির কুষ্টিয়া সরকারী সিটি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, মেজ ছেলে মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার, সেজ ছেলে মোঃ নাজমুল কবির পলাশ(ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল  হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ,কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ছোট ছেলে মোঃ নিয়ামুল কবির চঞ্চল(কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ২০০২-২০১১) কুষ্টিয়া পৌরসভা স্বাস্থ্য বিভাগে কর্মরত রয়েছেন। বড় মেয়ে মোসাঃ বিজলী খাতুন,গৃহিনী ও ছোট মেয়ে মোসাঃ শিল্পী খান, আইনজীবী এবং এসকে প্রোডাক্টস'র কর্ণধার। আমৃত্যু তিনি মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। পদ্মা বিধৌত চরাঞ্চলসহ দৌলতপুর উপজেলার উন্নয়নে তাঁর অবদান অক্ষয় হয়ে থাকবে চিরকাল। দিবস টি উপলক্ষে পরিবারের উদ্যোগে আজ বাদ আছর  মরহুমের কবর জিয়ারত ও স্থানীয় মসজিদে দোয়া  মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জন্য সকলে দোয়া কামনা করেছেন স্বজনরা।

সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

কুষ্টিয়ায় ব্র্যাকের উদ্যোগে যক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ব্র্যাকের উদ্যোগে যক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে সোমবার (১৬ অক্টোবর) কুষ্টিয়া শহরের 

দিশা টাওয়ারের সভা কক্ষে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় শিশু বিশেষজ্ঞ ও গ্রাজুয়েট প্রাইভেট প্রাকটিশনারবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে ওরিযেন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। 



ব্র্যাকের কুষ্টিয়া জেলা ব্যবস্থাপক মো: আবু হানিফ মোড়লের সঞ্চালনায় ও কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো: আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে  রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোঃ রকিউর রহমান। এ সময় ব্র্যাকের কুষ্টিয়া জেলা সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাসসহ কুষ্টিয়ার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন ও শিশু বিশেষজ্ঞ গ্রাজুয়েট ডাক্তারগন উপস্থিত ছিলেন।