নিজেস্ব প্রতিবেদক : কুষ্টিয়া মিরপুর উপজেলায় বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের আওতায় স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।২২ নভেম্বর বুধবার বেলা ১২ টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর মিরপুরের আয়োজনে , মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
মিরপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ।এ সময় প্রধান অতিথি'র হাত দিয়ে মিরপুর উপজেলার ১৩ টি স্বেচ্ছাসেবী সংস্থা (সামাজিক সংগঠন )এর মধ্যে সর্বমোট ২ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজে অবহেলিত মানুষগুলোকে এগিয়ে নেওয়ার আহব্বান করেন, তিনি বাল্যবিবাহ বন্ধ, মাদক প্রতিরোধ সহ সমাজের মানুষের মধ্যে জনসচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য বলেন, এবং তিনি সব সময় সেচ্ছাসেবী সংগঠন গুলোর পাশেই থাকবেন বলে অভিমত প্রকাশ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের বক্তব্যের পরে চেক গ্রহন কারী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক গণ মিরপুর সমাজসেবা কার্যালয়ের কর্মকাণ্ডে প্রশংসা করে বলেছেন বর্তমান সমাজসেবা অফিসার জামশেদ আলী যেভাবে এই সংগঠনগুলোর খোঁজখবর রাখেন, যদি এভাবে আমাদের সংগঠনের পাশে থাকে তাহলে আগামী দিনগুলোতে আরো মানুষের কল্যাণে কাজ করতে ও সমাজে অবহেলিত মানুষগুলোকে এগিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেন ।