অসহায় মানুষের সেবার জন্য সব সময় ছুটে যাওয়া মানবিক যুব নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।
বাগোয়ান গ্রামের অসহায় পঙ্গু রিপন এর চার্জার গাড়িটা শর্টসার্কিট হয়ে সম্পূর্ন পুড়ে যায়। এতে রিপন অসহায় হয়ে পড়ে।বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে সে গাড়িটা মেরামতের খরচ দিতে কেও সাড়া দেইনি।গাড়িটা ছিল পঙ্গু রিপনের চলাচল ও উপার্জনের একমাত্র বাহন। রিপন ভাই কোন দিশা না পেয়ে, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের মাননীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম তার নিজ এলাকায় অবস্থান করছে শুনে সভাপতি মহোদয়ের বাড়িতে পঙ্গু রিপন ভাই ছুটে আসেন । প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম তার কথা শুনে এবং গাড়িটি মেরামতের প্রতিশ্রুতি দেন। সভাপতি সংগঠনের সকলের সাথে আলোচনা করে, বাগোয়ান গ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন কে দায়িত্ব দেন যেন গাড়িটি ঠিকমত মেরামত করা হয়।
দুইদিনের মধ্যে গাড়িটা নতুন ভাবে তৈরি করে দেওয়া হয়।
আজ ২২অক্টোবর২০২৩ ইং রোজ সোমবার, সংগঠনের নেতা কর্মীর উপস্থিতে অসহায় রিপন ভাইকে তার গাড়িটি হস্তান্তর করা হয়। রিপন এ সময় কান্না জড়িত কন্ঠে প্রোকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের জন্য প্রানভরে দোয়া করেন ও ধন্যবাদ জানান। উল্লেখ্য যে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এরকম হাজারো অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে চলছেন। এই তরুন নেতার জন্য আমরা সবাই দোয়া করি। উনি যেন সর্বদা এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে থাকে সব সময়।


0 coment rios:
ধন্যবাদ, শেয়ার করুন।